আসসালামু আলাইকুম।
আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হতে চাই সবার প্রিয় টিনটিনকে নিয়ে। আজ টিনটিনের প্রথম অভিযান নিয়ে একটু বিশ্লেষণ করব।
আমরা যারা টিনটিনের কমিকস পড়েছি, তাদের অনেকেই প্রথম পর্বটি পড়িনি। পর্বটি মলাটছাড়া মাত্র ৩ পৃষ্ঠা। কিন্তু টিনটিন কিভাবে সাংবাদিক হলো, কিভাবে একটা রোমাঞ্চকর জীবন শুরু করলো এরকম অনেক প্রশ্নের উত্তর এখানে পাবে।
মলাট
১ম পৃষ্ঠা
২য় পৃষ্ঠা
৩য় পৃষ্ঠা
এই কমিকসটির শুরুতে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে আর ডাকাতির স্টাইল দেখে বোঝা যায় যে কাজটা মিকি মার্টিনের। টিনটিন মিকি মার্টিনকে দেখে তাকে ফলো করে আর ইন্সপেক্টরকে খবর দেয়। পুলিশ মিকি মার্টিনের বাড়ি তল্লাশি করে কিছু পায় না, কিন্তু প্রখর বুদ্ধিসম্পন্ন টিনটিন এলার্ম ক্লকের শব্দেই বুঝে যায় কোথাও গন্ডগোল আছে। মিকি মার্টিনের কথা অনুযায়ী ৩ দিন ধরে বাড়িতে কেউ ঢোকেনি। অতএব, মিকি মার্টিনের এলার্ম সেট করার অর্থ হচ্ছে সে আজ সকালে কোন কিছু করার জন্য এলার্ম দিয়ে রেখেছিলো। টিনটিন এটা ইন্সপেক্টরকে জানালে মিকি মার্টিন গ্রেফতার হয়। এর পরে টিনটিন পেতি ভ্যাঁতিয়েম কাগজের সাংবাদিক হয়, আর তার লেখা ব্যাপক সাড়া ফেলে।
বি:দ্র: এটি টিনটিনের মূল সিরিজের অংশ নয়।
ডাউনলোড করতে পারেন এখানে
0 Response to "টিনটিনের প্রথম অভিযান"
একটি মন্তব্য পোস্ট করুন