বাঁটুল দি গ্রেট বাংলায় কমিকসগুলোর মধ্যে একটি অদম্য সৃষ্টি। এর রচয়িতা নারায়ণ দেবনাথ। বলাই বাহুল্য, তিনি নন্টে ফন্টেরও রচয়িতা।
বাটুল দি গ্রেটে বাঁটুল একজন দৈত্যাকৃতি মানব, যে কিনা আবার মনের দিক দিয়ে খুবই নরম। তার গায়ে প্রচুর শক্তি, ফলে তাকে লক্ষ্য করে গুলি ছুড়লেও কিছু হয় না, বোম মারলেও তার চামড়া ভেদ করা সম্ভব না।
অন্যকে সর্বদাই সহযোগিতা করতে ভালোবাসে বাঁটুল। তবে তাকে ফাঁসাতে বাট্টু আর বিচ্ছু সারাক্ষণই পিছে লেগে থাকে। আবার অনেকেই বাঁটুলের সাথে শত্রুতা করে ধরা খায়।
সঙ্গে প্রতিটি পাতায় হাস্যরস তো রয়েছেই।
কি নিশ্চয়ই হাসতে হাসতে পেটে খিল লেগে গেছে, এবার নিয়ে নিন বাটুল দি গ্রেটের দুটি ভলিওম যাদের একটি ৮০ এবং অন্যটি ৩০ পৃষ্ঠার।
কমিকস নিয়ে একটা ব্লগ তৈরি করছি, দেখতে পারেন এখানে
ই-বুক নিয়ে একটা বিভাগ করলে ভালো হয়।
আর আরেকটা কথা, যদি কেউ এই ব্লগে কেউ লিখতে চান, তাহলে কমেন্টে আপনার ইমেইল আইডিটা লিখবেন, প্লিজ।
0 Response to "বাঁটুল দি গ্রেট"
একটি মন্তব্য পোস্ট করুন